যদিও ক্লান্ত মোর দিনান্ত

রিক্ত আমার বল্লী,

তবুও পেয়েছি বনের প্রান্তে

একটি শীর্ণ মল্লি।

মোর দ্বারে যবে আনিয়াছ সাজি

স্নেহের আশিস্‌ এই লহো আজি--

যাবার ঘণ্টা ওই উঠে বাজি,

বিদায় হে গুরুপল্লী!