যশের বোঝা তুলিয়া লয়ে কাঁধে

নামটা মোর মরে মরুক ঘুরে,

মনটা আমার যেন অপ্রমাদে

শান্ত হয়ে রহে অনেক দূরে।