যা পায় সকলই জমা করে,

প্রাণের এ লীলা রাত্রিদিন।

কালের তাণ্ডবলীলাভরে

সকলই শূন্যেতে হয় লীন।