যাহা খুশি তাই করে

বিশ্বশিল্পী সকালে বিকালে

রঙের খেয়ালে।

সেই নেশা লেখনীতে এসে

মনেরে উদাসী করে

রঙিনের দেশে।