যে আঁধারে ভাইকে দেখিতে নাহি পায়

সে আঁধারে অন্ধ নাহি দেখে আপনায়।