যে ছবিতে ফোটে নাই

সবগুলি রেখা

সেও তো, হে শিল্পী, তব

নিজ হাতে লেখা।

অনেক মুকুল ঝরে,

না পায় গৌরব--

তারাও রচিবে তব

বসন্ত উৎসব।