যে তারা আমার তারা

সে নাকি কখন্‌ ভোরে

আকাশ হইতে নেমে

খুঁজিতে এসেছে মোরে।

শত শত যুগ ধরি

আলোকের পথ ঘুরে

আজ সে না জানি কোথা

ধরার গোধূলিপুরে।