যে ফুল এখনো কুঁড়ি

তারি জন্মশাখে

রবি নিজ আশীর্বাদ

প্রতিদিন রাখে।