আপন শোভার মূল্য

পুষ্প নাহি বোঝে,

সহজে পেয়েছে যাহা

দেয় তা সহজে।