যে ব্যথা ভুলিয়া গেছি,

পরানের তলে

স্বপনতিমিরতটে

তারা হয়ে জ্বলে।