যে মিলনে সংসারের সুখদুঃখ সহস্র ধারায়

আনন্দসমুদ্র মাঝে দ্বন্দ্ব ভুলে আপনা হারায়,

সে মিলন পূর্ণ হোক তোমাদের যুগল জীবনে

লহো এই আশীর্বাদ তব শুভদৃষ্টির লগনে।