রসগোল্লার লোভে

পাঁচকড়ি মিত্তির

দিল ঠোঙা শেষ করে

বড়ো ভাই পৃথ্বির।

সইল না কিছুতেই

যকৃতের নিচুতেই

যন্ত্র বিগড়ে গিয়ে

ব্যামো হল পিত্তির।

ঠোঙাটাকে বলে, "পাজি

ময়রার কারসাজি।'

দাদার উপরে রাগে--

দাদা বলে, "চিত্তির!

পেটে যে স্মরণসভা

আপনারি কীর্তির।'