রাখি যাহা তার বোঝা

কাঁধে চেপে রহে।

দিই যাহা তার ভার

চরাচর বহে।