রাজা বসেছেন ধ্যানে,

বিশজন সর্দার

চীৎকাররবে তারা

হাঁকিছে-- "খবরদার'।

সেনাপতি ডাক ছাড়ে,

মন্ত্রী সে দাড়ি নাড়ে,

যোগ দিল তার সাথে

ঢাকঢোল-বর্দার।

ধরাতল কম্পিত,

পশুপ্রাণী লম্ফিত,

রানীরা মূর্ছা যায়

আড়ালেতে পর্দার।