রাতের বাদল মাতে

তমালের শাখে;

পাখির বাসায় এসে

"জাগো জাগো' ডাকে।