রায়ঠাকুরানী অম্বিকা।

দিনে দিনে তাঁর বাড়ে বাণীটার লম্বিকা।

অবকাশ নেই তবুও তো কোনো গতিকে

নিজে ব'কে যান, কহিতে না দেন পতিকে।

নারীসমাজের তিনি তোরণের স্তম্ভিকা।

সয় নাকো তাঁর দ্বিতীয় কাহারো দম্ভিকা।