রেণু কোথায় লুকিয়ে থাকে

ফুলের মধ্যখানে,

বাতাসেতে গন্ধ তাহার

ছড়ায় সুদূর-পানে।