রৌদ্রী তপস্যার তাপে জ্বলন্ত বৈশাখে

মোর জন্ম রবিদৌত্যে যদি এনে থাকে

নব আলোকের লিপিখানি

সে মোর সৌভাগ্য বলে জানি।