লুপ্ত পথের পুষ্পিত তৃণগুলি

ঐ কি স্মরণমুরতি রচিলে ধূলি--

দূর ফাগুনের কোন্‌ চরণের

সুকোমল অঙ্গুলি!