লিখন দিয়ে স্মৃতিরে কি

রাখবে চিরদিন?

লিখন রবে, স্মৃতি হবে

কোন্‌ আঁধারে লীন।

পাখির সময় হলে সে কি

মান্‌বে খাঁচার মানা--

রইবে না সে, রবে কেবল

লোহার খাঁচাখানা।