১৬১

লিলি,তোমারে গেঁথেছি হারে,আপন বলে চিনি,

তবুও তুমি রবে কি বিদেশিনী॥