লেখন আমার ম্লান হয়ে আসে

অক্ষরে

এখন গোপনে ফুটিয়া উঠিছে,

অন্তরে।

অনাহত বাণী মনে তুলে নিয়ে

রেখো তারে তব স্মরণে

স্থায়ী হয়ে যাবে যখন সে বাণী

তরিয়া যাইবে মরণে।