লেখা আসে ভিড় ক'রে,

বসে তার মেলা--

কেহ আসে কেহ যায়

কেহ করে খেলা।

আখরেতে বাসা বাঁধে

ভাষা দিয়ে গাঁথা--

যে লেখে সে কোথা থাকে

প'ড়ে থাকে খাতা।