লেখা যদি চাও এখনি

লিখে দেবে মোর লেখনী।

সে-লেখা কিন্তু শুধু মসীরেখা

সে-কথা কি আজো শেখো নি?

খেয়াল ঢুকেছে মাথাতে

ভরে নেবে কিছু খাতাতে,

কতক্ষণ হায়

ধরে রাখা যায়--

শিশির পদ্মপাতাতে।