আবার শ্রাবণ হয়ে এলে ফিরে,

মেঘ-আঁচলে নিলে ঘিরে।

সূর্য হারায়, হারায় তারা,

আঁধারে পথ হয় যে হারা,

ঢেউ দিয়েছে নদীর নীরে।

সকল আকাশ, সকল ধরা,

বর্ষণেরি বাণী-ভরা।

ঝরঝর ধারায় মাতি

বাজে আমার আঁধার রাতি,

বাজে আমার শিরে শিরে।