লেখে স্বর্গে মর্তে মিলে

দ্বিপদীর শ্লোক--

আকাশ প্রথম পদে

লিখিল আলোক,

ধরণী শ্যামল পত্রে

বুলাইল তুলি

লিখিল আলোর মিল

নির্মল শিউলি।