শ্রীযুক্ত নন্দলাল বসুর পাহাড়-আঁকা চিত্রপত্রিকার উত্তরে

শুক বলে, গিরিরাজের জগতে প্রাধান্য;

সারী বলে, মেঘমালা, সেই বা কী সামান্য,--

গিরির মাথায় থাকে।

শুক বলে, গিরিরাজের দৃঢ় অচল শিলা;

সারী বলে, মেঘমালার আদি-অন্তই লীলা,--

বাঁধবে কে-বা তাকে।

শুক বলে, নদীর জলে গিরি ঢালেন প্রাণ;

সারী বলে, তার পিছনে মেঘমালার দান,--

তাই তো নদী আছে।

শুক বলে, গিরীশ থাকেন গিরিতে দিনরাত্র;

সারী বলে, অন্নপূর্ণা ভরেন ভিক্ষাপাত্র ,--

সে তো মেঘের কাছে।

শুক বলে, হিমাদ্রি যে ভারত করে ধন্য;

সারী বলে, মেঘমালা বিশ্বেরে দেয় স্তন্য ,--

বাঁচে সকল জন।

শুক বলে, সমাধিতে স্তব্ধ গিরির দৃষ্টি;

সারী বলে, মেঘমালার নিত্যনূতন সৃষ্টি,--

তাই সে চিরন্তন।