শুধায়োনা, কবে কোন্‌ গান

কাহারে করিয়াছিনু দান।

পথের ধূলার পরে

পড়ে আছে তারি তরে

যে তাহারে দিতে পারে মান।

তুমি কি শুনেছ মোর বাণী,

হৃদয়ে নিয়েছ তারে টানি'?

জানিনা তোমার নাম,

তোমারেই সঁপিলাম

আমার ধ্যানের ধনখানি॥

শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর