শূন্য ঝুলি নিয়ে হায়

ভিক্ষু মিছে ফেরে,

আপনারে দেয় যদি

পায় সকলেরে।