শুভখণ আসে সহসা আলোক জ্বেলে,

মিলনের সুধা পরম ভাগ্যে মেলে।

একার ভিতরে একের দেখা না পাই,

দুজনার যোগে পরম একের ঠাঁই,

সে একের মাঝে আপনারে খুঁজে পেলে।

আপনার দান সেই তো চরম দান,

আকাশে আকাশে তারি লাগি আহ্বান।

ফুলবনে তাই রূপের তুফান লাগে,

নিশীথে তারায় আলোর ধেয়ানে জাগে,

উদয়সূর্য গাহে জাগরণী গান।

নীরবে গোপনে মর্তভুবন-'পরে

অমরাবতীর সুরসুরধুনী ঝরে।

যখনি হৃদয়ে পশিল তাহার ধারা

নিজেরে জানিলে সীমার বাঁধন হারা,

স্বর্গের দীপ জ্বলিল মাটির ঘরে।

আজি বসন্ত চিরবসন্ত হোক

চিরসুন্দরে মজুক তোমার চোখ।

প্রেমের শান্তি চিরশান্তির বাণী

জীবনের ব্রতে দিনে রাতে দিক আনি,

সংসারে তব নামুক অমৃতলোক।