শরতে শিশিরবাতাস লেগে

জল ভ'রে আসে উদাসী মেঘে।

বরষন তবু হয় না কেন,

ব্যথা নিয়ে চেয়ে রয়েছে যেন।