শিশির সে চিরন্তন

যদিও মিলায় মুহূর্তেই।

রাজকণ্ঠে মণিহার

আছে তবু নিত্যই সে নেই।