১৩৯

শিশিরের মালা গাঁথা শরতের তৃণাগ্র-সূচিতে

নিমিষে মিলায়,--তবু নিখিলের মাধুর্য-রুচিতে

স্থান তার চিরস্থির; মণিমালা রাজেন্দ্রের গলে

আছে,তবু নাই সে যে, নিত্য নষ্ট প্রতি পলে পলে॥