শীতের দুয়ারে বসন্ত যবে

আসে যায় দ্বিধাভরে

আমের মুকুল ছুটে চলে আসে--

ঝরে তার পথ-'পরে।