শেষ বসন্তরাত্রে

যৌবনরস রিক্ত করিনু

বিরহবেদনপাত্রে।