সংসারেতে আর-যাহারা

আমায় ভালোবাসে

তারা আমায় ধরে রাখে

বেঁধে কঠিন পাশে।

তোমার প্রেম যে সবার বাড়া

তাই তোমারি নূতন ধারা,

বাঁধ নাকো, লুকিয়ে থাক'

ছেড়েই রাখ দাসে।

আর-সকলে, ভুলি পাছে

তাই রাখে না একা।

দিনের পরে কাটে যে দিন,

তোমারি নেই দেখা।

তোমায় ডাকি নাই বা ডাকি,

যা খুশি তাই নিয়ে থাকি;

তোমার খুশি চেয়ে আছে

আমার খুশির আশে।