সকল পক্ষী মৎস্যভক্ষী

মাছরাঙাটাই কলঙ্কিনী।

সবাই কলম ধার করে নেন,

আমিই কেবল কলম কিনি।