সুখেতে আসক্তি যার

আনন্দ তাহারে করে ঘৃণা।

কঠিন বীর্যের তারে

বাঁধা আছে সম্ভোগের বীণা।