সত্যেরে যে জানে, তারে

সগর্বে ভাণ্ডারে রাখে ভরি।

সত্যেরে যে ভালোবাসে

বিনম্র অন্তরে রাখে ধরি।