সুন্দরী ছায়ার পানে তরু চেয়ে থাকে--

সে তার আপন, তবু পায় না তাহাকে॥