সুন্দরের কোন্‌ মন্ত্রে

মেঘে মায়া ঢালে,

ভরিল সন্ধ্যার খেয়া

সোনার খেয়ালে।