সুনিবিড় শ্যামলতা

উঠিয়াছে জেগে

ধরণীর বনতলে

গগনের মেঘে।