সব-কিছু জড়ো ক'রে

সব নাহি পাই।

যারই মাঝে সত্য আছে

সব যে সেথাই।