সময় আসন্ন হলে

আমি যাব চলে,

হৃদয় রহিল এই শিশু চারাগাছে--

এর ফুলে, এর কচি পল্লবের নাচে

অনাগত বসন্তের

আনন্দের আশা রাখিলাম

আমি হেথা নাই থাকিলাম।