১২২

সাগরের কানে জোয়ার-বেলায়

ধীরে কয় তটভূমি,

"তরঙ্গ তব যা বলিতে চায়

তাই লিখে দাও তুমি।'

সাগর ব্যাকুল ফেন-অক্ষরে

যতবার লেখে লেখা

চির-চঞ্চল অতৃপ্তিভরে

ততবার মোছে রেখা ॥