সায়াহ্নে রবির কর পড়িল গগন নীলিমায়

মহীরে আশিসবাণী লিখি দিল ললাটসীমায়।