সিদ্ধিপারে গেলেন যাত্রী,

ঘরে বাইরে দিবারাত্রি

আস্ফালনে হলেন দেশের মুখ্য।

বোঝা তাঁর ঐ উষ্ট্র বইল,

মরুর শুষ্ক পথে সইল

নীরবে তার বন্ধন আর দুঃখ।