সীমাশূন্য মহাকাশে

দৃপ্তবেগে চন্দ্র সূর্য তারা

যে প্রদীপ্ত শক্তি নিয়ে

যুগে যুগে চলে তন্দ্রাহারা,

মানবের ইতিবৃত্তে

সেই দীপ্তি লয়ে, নরোত্তম,

তোমরা চলেছ নিত্য

মৃত্যুরে করিয়া অতিক্রম।