সেকালের জয়গৌরব খসি

ধূলায় হতেছে ধূলি।

একাল তা নিয়ে গড়িতেছে বসি

আপন খেলেনাগুলি।