১৩৭

সোনার মুকুট ভাসাইয়া দাও

সন্ধ্যা মেঘের তরীতে ।

যাও চলে রবি বেশভূষা খুলে

মরণমহেশ্বরের দেউলে

নীরবে প্রণাম করিতে ॥